হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে মির্জাপুর বাস টার্মিনাল-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মাসুদ ইসলাম মামুন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সন্ধ্যারাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহিদ হাসান বাবু (৩২)। নিহত দুজনই প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে কোম্পানির কাজ শেষে দুজন একই মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। কলেজ মোড় পার হয়ে টার্মিনালের দিকে পাথরবোঝাই তিনটি ট্রাক এক সারিতে পঞ্চগড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের আরোহীরা ট্রাকগুলোকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকে ধাক্কা লেগে সড়কে পড়ে গেলে কোনো একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তাঁরা। এ সময় স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, নিহতদের উভয়ের কোমরের অংশ থেঁতলে গেছে। ট্রাকের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিহতদের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক