দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী নাজির উদ্দিন পলাতক রয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির মেয়ে নার্গিস আক্তার আজকের পত্রিকাকে জানান, মনোমালিন্যের জন্য দীর্ঘদিন ধরেই তাঁর বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালেও তাঁদের মধ্যে ঝগড়া ও বাগ্বিতণ্ডা হয়।
জরিনার বাবার বাড়ির লোকজনের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁরা অভিযোগ করেন, জরিনা বেগম দীর্ঘদিন ধরে স্বামী নাজির উদ্দিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার আগের দিনও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।