হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে আবার করোনা, দুজন শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আবারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মাহফুজুর রহমান জানান, দিনাজপুরে দুজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। তাঁদের দুজনকেই নিজ আবাসস্থলে আইসোলোশনে রাখা হয়েছে।

দিনাজপুরের সিভিল সার্জন মো: আসিফ ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ বিষয়ে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা শনাক্তের কিট সরবরাহ রয়েছে। আমরা জনগণকে আগের ন্যায় মাস্ক পরিধান, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব মানার জন্য বলছি। সেই সঙ্গে বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করে প্রশাসনের সব পর্যায়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার বিষয়টিও আলোচনা করা হয়েছে।’

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‘দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আইসোলেশন বেডও প্রস্তুত রাখা আছে। যদি কেউ বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ