হোম > সারা দেশ > দিনাজপুর

‘কোনঠে ফির ঝামেলা, ইভিএমে সহজেই ভোট দিনু’

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

‘কোনঠে ফির ঝামেলা ইভিএমে তো সহজেই ভোট দিনু। মেশিনে টিপ দিতেই হয়া গেল।’ দিনাজপুরের খানসামা উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট প্রদান শেষে এভাবে কথাগুলো বলছিলেন আংগারপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু খায়ের। 

সারা দেশের ন্যায় আজ সোমবার সকাল ৯টায় থেকে দিনাজপুর খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে দুপুর ২টা পর্যন্ত। ভোট প্রদান শেষে উচ্ছ্বসিত ভোটাররা। 

জানা যায়, এবার খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুম ভোটকেন্দ্রে ৮১ জন ভোটার ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। খানসামা উপজেলায় এই প্রথম ভোট ইভিএমে দিতে পেরে ভোটাররা স্বস্তি প্রকাশ করলেও অনেক ভোটারের মনে সন্দেহ রয়ে গেছে। যে মেশিনে কী হচ্ছে? 

প্রিসাইডিং অফিসার মাসুদ রানা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৮০ ভাগ ভোট সংগ্রহ হয়েছে। ইভিএমে ভোটদানে কোনো প্রকার ঝামেলা হয়নি ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই নির্বাচনে খানসামা উপজেলা ৩ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহয়ের নাতি শাহরিয়ার জামান শাহ নিপুণ, তালা প্রতীকে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আজিজুর রহমান। তবে টিউবওয়েল প্রতীকের প্রার্থী সাংবাদিক ও ঠিকাদার মোছা. সারমিন রহমান টাকার খেলার অভিযোগে ভোট বর্জন করেন। 

ভোটকেন্দ্রের সার্বক্ষণিক তদারকি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে থানা-পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী। উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, ওসি চিত্তরঞ্জন রায়, ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম, সেকেন্ড অফিসার এসআই ইবনে ফরহাদসহ অনেকে। 

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত