হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ঘুম থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে জীবন ইসলাম (২৫) নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সড়কে লাশ রেখে বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই বিক্ষোভ করে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, বীরগঞ্জ পৌর শহরের ফিশারিজ এলাকার লাইজু ওরফে বাবুর ট্রাক্টরের দুটি ব্যাটারি গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ কারণে গতকাল রোববার সকালে জীবন ইসলামকে ঘুম থেকে ডেকে নিয়ে জ্যোৎস্না ফিলিং স্টেশনের মালিক রতন কুমার সাহা রেন্টুর মিলের একটি কক্ষে বেঁধে রেখে অমানবিক নির্যাতন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে লাশ রেখে এই হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করা হয়।

নিহত জীবনের বাবা রোস্তম আলী গাঠু মিস্ত্রি বলেন, ‘আমার ছেলের কাছে কোনো চুরির মাল পাওয়া যায়নি। তবু কেন তাকে পাম্পে নিয়ে হত্যা করা হলো? আমি ন্যায়বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার চাই, হত্যাকারী রেন্টু সাহার ফাঁসি চাই।’

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ ও সেনাসদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েন। ন্যায়বিচার নিশ্চিত করতে নিহতের পরিবারের সদস্যদের আশ্বস্ত করা হলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা