হোম > সারা দেশ > দিনাজপুর

বন্ধুদের সঙ্গে নদীতে নেমে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে রিজভি আহম্মেদ রাহাত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চাঁদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রিজভি আহম্মেদ রাহাত ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে। সে সুজাপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহাত ও তার সহপাঠী নিরব, সৌমিক, শেখ সাদী সিজান, মাহাতাব মিলে চাঁদপাড়া এলাকায় বেড়াতে যায়। এ সময় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত যমুনার একটি শাখানদীতে তারা গোসল করতে নামে। একপর্যায়ে সহপাঠীরা উঠে এলেও রাহাতকে নদীর পানিতে দেখতে না পেয়ে চিৎকার করে এবং তাকে খুঁজতে থাকে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাঁরাও নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন।

এদিকে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ দুই ঘণ্টা প্রচেষ্টার পর বেলা সাড়ে ৩টায় স্থানীয় লোকজন রাহাতে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ এসে রাহাতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

ফায়ার সার্ভিসের ফুলবাড়ী স্টেশনমাস্টার মেহেদি হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়ে রংপুর ডুবুরি দলকে খবর দিই। এরই মধ্যে স্থানীয়রা রাহাতের মরদেহ উদ্ধার করে।’ 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি