দিনাজপুরের নবাবগঞ্জে পণ্যবাহী ট্রাক উল্টে শাকিল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল কুষ্টিয়া জেলার মিরপুর থানার তাঁতীবন্দর গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে উপজেলার ঢাকা মহাসড়কের বাজিতপুর বাজারের পূর্ব পাশে ব্রিজের নিকট ঢাকা হইতে দিনাজপুরগামী হার্ডবোর্ড বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ব্রিজের রেলিংয়ের ওপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক শাকিলের (৪০) মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত ট্রাকচালকের সহযোগী মো. আসিফকে (২৫) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।