হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে একটি পেট্রলপাম্পের সামনে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে একটি পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন উপজেলার বেতদিঘী ইউনিয়নের হরগোবিন্দপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি করতেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ রোববার সকাল ৯টার দিকে সাগর হোসেন মোটরসাইকেলে ফুলবাড়ী থেকে মাদিলাহাট যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে একটি পেট্রলপাম্পের সামনে ট্রাক্টরের সঙ্গে সাগরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয় বাসিন্দারা গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীসহ ট্রাক্টরচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে। আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা করা হবে।

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২