হোম > সারা দেশ > দিনাজপুর

কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে খানসামায় প্রশাসনের মাইকিং 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের খানসামা উপজেলার মাইকিং করছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে উপজেলার পাকেরহাট, কাচিনীয়া, ভুল্লারহাট ও বোর্ডেরহাট বাজারে ভোটারদের উদ্দেশে মাইকিং করতে দেখা গেছে। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদের স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তির বরাত দিয়ে মাইকিং সূত্রে জানা যায়, আগামী ৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য ভোটারদের অনুরোধ করা হলো। 

লিটন ইসলাম নামের বালাপাড়া এলাকার এক তরুণ ভোটার বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে এই মাইকিং এর ফলে সবাই ভোট দিতে উৎসাহিত হবে ও সাহস পাবে।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য নির্ভয়ে কেন্দ্রে আসার জন্য ভোটারদের সচেতনতায় মাইকিং করা হচ্ছে। 

তিনি আরও বলেন, যদি কেউ ভোট দিতে চান, আর কেউ তাঁকে বাধা দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। 

উল্লেখ্য, খানসামা ও চিরিরবন্দর দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসন। এই আসনের খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫২টি কেন্দ্র আছে। এতে মোট ভোটার ১ লাখ ৪৪ হাজার ৭১৫ জন। অপর দিকে চিরিরবন্দর উপজেলায় ১২টি ইউনিয়নে ৭৮টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ১০৭ জন।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ