হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে বাস চাপায় যুবলীগ নেতা নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ বাবু প্রিন্স নামে এক যুবলীগ নেতার নিহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার রাঙামাটি মোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম। 

নিহত মামুনুর রশিদ বাবু আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন। 

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রভাষক মামুনুর রশিদ বাবু বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ী শহরে যাচ্ছিলেন। পথে রাঙামাটি মোড়ে পার্শরাস্তা থেকে মেইন সড়কে ওঠার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস (নৈশকোচ) হানিফ এন্টারপ্রাইজ পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বাবু ওই বাসের নিচে চাপা পড়েন। আহত অবস্থায় এলাকাবাসীরা তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা যাত্রীবাহী বাসটি ভাঙচুর করে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এসে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। 

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ‘মরদেহের সুরতহাল করে পরিবারের নিকট হস্তান্তরের করা হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা