হোম > সারা দেশ > দিনাজপুর

হাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কোটা আন্দোলনকারীদের কফিন মিছিল 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৭তম (জরুরি) সভার সুপারিশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আজ বেলা ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে লাশের প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় তাঁরা হাবিপ্রবিসহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা এ সময় ‘কোটা না মেধা, মেধা-মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘হাবিপ্রবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় সব প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ