হোম > সারা দেশ > দিনাজপুর

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চৌহাটিতে বড়পুকুরিয়া কয়লাখনি। ছবি: আজকের পত্রিকা

সর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভেঙেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা।

শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গতকাল বৃহস্পতিবার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ১২ দিন পর ২৮৭ জন কর্মচারী রাত ৮টা থেকে কাজে যোগ দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানা উল্লাহ।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের বড়পুকুরিয়া কয়লাখনির সমন্বয়ক আশরাফুল ইসলাম বলেন, ছুটি ও বাড়তি কর্মঘণ্টা ওভারটাইম হিসেবে গণ্য, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট চালু, বৈশাখী ও উৎসব ভাতাসহ সর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করার আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দিয়েছেন ২৮৭ জন কর্মচারী। আগামী রোববার প্রজ্ঞাপন জারির মাধ্যমে দাবি বাস্তবায়নের বিষয়টি সম্পন্ন হবে। তবে চাকরি স্থায়ীকরণের এক দফার আন্দোলনটি শান্তিপূর্ণভাবে চলবে।

কয়লাখনির মহাব্যবস্থাপক ছানা উল্লাহ বলেন, গতকাল রাতে তাঁরা কাজে যোগ দিয়েছেন। দাবি মানার বিষয়টি সম্পূর্ণ সরকারের ব্যাপার। সরকার যেভাবে চাইবে, সেভাবে হবে।

উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা গত ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেন। কিন্তু দাবি পূরণে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়া হলে তাঁরা পরদিন থেকে আমরণ অনশনের ডাক দেন। এর দুই দিন পর খনির কয়েকজন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে