হোম > সারা দেশ > দিনাজপুর

চাচার ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজার মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের মধ্যপাড়া খনি এলাকায় জমি চাষ করার সময় চাচার ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজা রাসেল বাবু (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের আবাদি জমিতে হালচাষ করার সময় এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক।

জানা যায়, নিহত রাসেল বাবু উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের জমিতে তাঁর ভাই আজিজুল ইসলাম ট্রাক্টর (লাঙল) দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় ভাতিজা রাসেল ট্রাক্টরে চড়ার বায়না ধরলে চাচা তাকে ট্রাক্টরে তুলে জমি চাষ করার একপর্যায়ে ঝাঁকুনিতে ট্রাক্টরের নিচে পড়ে লোহার লাঙলে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, আজিজুল ইসলাম ভাতিজা রাসেলকে নিয়ে জমি চাষ করার একপর্যায়ে হঠাৎ রাসেল ট্রাক্টরের নিচে পড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি