হোম > সারা দেশ > দিনাজপুর

পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বুধবার সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাজীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত মোটরসাইকেলের তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন, পার্বতীপুর রঘুনাথপুর মেধ্যাপাড়া এলাকার বুলুর ছেলে শাহিনুর ইসলাম (৩০) ও একই উপজেলার রামপুরা ছোট হরিপুর এলাকার অবনীশ চন্দ্র রায়ের পুত্র সুখদেব কুমার রায় (৪২)। এ ঘটনায় আহত সাজেদুর রহমান (২৮) উপজেলার জাহানাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় আজকের পত্রিকাকে বলেন, এসএ পরিবহনের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২