হোম > সারা দেশ > দিনাজপুর

পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

মৃত শিশুর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা দেড়টার দিকে উপজেলা চত্বরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো পৌর শহরের হুগলীপাড়া এলাকার মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) এবং একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাশ্বির (৮)। তারা দুজনই আনোয়ারুল হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।

ঘটনা নিশ্চিত করেছেন পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে মিম ও আছিয়া প্রতিদিনের মতো মাদ্রাসায় গিয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি এসে প্রতিবেশী আরও দুই শিশুসহ চারজন মিলে উপজেলা পরিষদের ভেতরের পুকুরে গোসল করতে নামে। পরে তাদের প্রতিবেশী দুই শিশু বাড়ি ফিরে গেলেও মিম ও আছিয়া না ফেরায় স্বজনেরা তাঁদের খোঁজা শুরু করে। পরে স্থানীয় এবং পার্বতীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, ‘উপজেলা পরিষদের পাশে শিশু দুটির বাড়ি। যতটুকু জানতে পেরেছি, তারা এখানে প্রায় সময় খেলতে আসে, আজকেও পুকুর পাড়ের সিঁড়িতে বসে খেলেছে। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে গেছে। মরদেহ সুরতহাল শেষে আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ