হোম > সারা দেশ > দিনাজপুর

বিএনপি-জামায়াতের আমলে শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে হত্যা করা হয়েছিল: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াতের আমলে শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে হত্যা করা হয়েছিল। রমনার বটমূলে বোমা মেরে শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে ধ্বংস করেছে এই বিএনপি-জামায়াত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন। দেশের মানুষের কল্যাণে যা যা করার দরকার, শেখ হাসিনা সেটাই করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে শিল্প-সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে।’

আজ শনিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও মননের চতুর্মাসিক সাহিত্য পত্রিকা ‘বাহে’ আলোকন সংখ্যার মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘বাহে’ সাহিত্য পত্রিকা পর্ষদ। 

দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সাহিত্যিক অধ্যাপক মোজাম্মেল বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করীম, কৃষ্টিবন্ধন বাংলাদেশের সভাপতি কবি ও সাহিত্যিক ড. সবুজ শামীম। আরও বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, গবেষক ও নাট্যজন ড. টিটো রেদওয়ান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ ওয়াহেদুল আলম আর্টিস্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, ‘বাহে’-এর সম্পাদক চাষা হাবিব, বিশিষ্ট কবি ও সাহিত্যিক জলিল আহমেদ প্রমুখ। 

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির