হোম > সারা দেশ > দিনাজপুর

প্রশিক্ষণে যাওয়ার পথে হিসাবরক্ষণ অফিসের কর্তাসহ চারজন নিহত

হবিগঞ্জ ও বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া একটি বাস। গতকাল হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তাঁরা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু ও মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে সকালে মাইক্রোবাসযোগে রওনা হন। পথে বেঙপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বীরগঞ্জ থানার (ওসি) আবদুল গফুর জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুই বাসের সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, দুপুরের দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়েল পরিবহনের চালক, শামীম এন্টারপ্রাইজের হেলপারসহ তিনজন নিহত হন।

ওসি বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাস দুটি উদ্ধার করা হয়েছে।

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২