হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর প্রতিনিধি

আবু ইবনে রজ্জব। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। আজ বৃহস্পতিবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে এই মামলা করেন।

কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

দুদক দিনাজপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মেসার্স রূপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইমাম আবু জাফর রজ্জব দিনাজপুর কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে ৪৯ লাখ ১৮ হাজার ৭০৬ টাকার সম্পদ গোপন করেছেন। এ ছাড়া জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯৮৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে আবু ইবনে রজ্জবের সংগৃহীত রেকর্ডপত্র এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনায় এসব অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মামলা করা হয়।

এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়ায় আইন মোতাবেক মামলা করা হয়েছে।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক