হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ২ 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে সেতুর রেলিং ভেঙে দূরপাল্লার যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহনপুর সেতুর পূর্ব পাশের  রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার উথরাইল শরবাদপাড়ার মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৫৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৫০)। আব্দুল জলিল হানিফ পরিবহনের সুপারভাইজার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে থেকে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসটি সকাল সাড়ে ৬টায় মোহনপুর সেতু অতিক্রম করার সময় পূর্ব পাশের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভেতরে আটকে পড়া যাত্রীদের পাশাপাশি নারীসহ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

আহত ১৫ জনের মধ্যে সাতজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

 

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা