হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার। ছবি: আজকের পত্রিকা

শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়ে সামনের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়। এ সময় তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা দেয়। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে শিক্ষার্থীরা বাইরে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে কিছু সময়ের জন্য দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় ২ ঘণ্টা পর শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ৯টি দাবিসংবলিত একটি স্মারকলিপি দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলামের কাছে জমা দেয় শিক্ষার্থীরা। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল হোসেন বাদশা বলে, ‘গতকাল সোমবার ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে সঠিক তথ্য দেওয়া হয়নি; বরং লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে। এ ছাড়া এত বড় হৃদয়বিদারক ঘটনার পরও এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের আবেগের সঙ্গে তামাশার শামিল। আমরা এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলবে।’

এ বিষয়ে প্রফেসর তৌহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে। তাদের পক্ষ থেকে আমার কাছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ৯টি দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে।’

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক