হোম > সারা দেশ > দিনাজপুর

বিজিবির জব্দ করা সাড়ে ৯ কোটি টাকার মাদক ধ্বংস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আজ রোববার দুপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির উদ্ধার করা সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছেন। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত এসব মাদক জব্দ করে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা।

ধ্বংস করা মাদকদ্রব্যগুলোর মধ্যে ছিল ২৬ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কপ সিরাপ, ৮৪২টি ইয়াবা, ২৬ দশমিক ৩৯৭ কেজি গাঁজা, ৩১ হাজার ৪৭৪ বোতল বিদেশি মদ, ৪২ হাজার ৩৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩৬ হাজার ৯১৮টি নেশাজাতীয় বড়ি, ৩ দশমিক ০৬৭ কেজি কোকেন, ৩৭৩৬ দশমিক ৫০০ লিটার দেশি মদ, ৬৬ হাজার ৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩ হাজার ৩৭০টি মদ তৈরির বড়ি, ১ হাজার ৯৭ বোতল বাংলাদেশি হোমিওপ্যাথিক সিরাপ ও ৩ বোতল নেশাজাতীয় দ্রব্য হাই প্লাস।

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আজ রোববার দুপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক নজিউর উল্লাহ ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুলসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা