হোম > সারা দেশ > দিনাজপুর

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

প্রতিনিধি (দিনাজপুর) 

দিনাজপুরে চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালকের মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় একটি পরিবর্তন আনা হয়েছে। যাঁরা প্রশ্নপত্র প্রণয়ন করছেন, তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন তাঁদের মানবিক গুণাবলি যাচাই করা সম্ভব হয়। প্রশ্নের মধ্যে কিছু অংশ দেওয়া থাকবে, যার মধ্যে একজন ভবিষ্যৎ চিকিৎসকের মানবিক গুণাবলি এ মুহূর্তে কেমন আছে, তা যাচাই করা সম্ভব হয়।

আজ রোববার দিনাজপুর মেডিকেল কলেজের ১ নম্বর গ্যালারিতে ১২ ডিসেম্বর এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. নাজমুল হোসেন বলেন, ‘এটি যদি হয় আমরা আশা করছি, এ বছর এটা শুরু হলো, এ বছর অল্প প্রশ্ন থাকবে। তবে ভবিষ্যতে আগামী দু-তিন বছরের মধ্যে প্রশ্নের একটা বড় অংশ মানবিক গুণাবলি থাকবে। আগে যেটা সাধারণ জ্ঞান বলা হতো, সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলি—এই টাইপের আগে যেটা ১০ নম্বরের থাকত, এবার সেটা ১৫ নম্বরের থাকবে।’

পরে অধ্যাপক নাজমুল হোসেন দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত আধুনিক সুবিধাসংবলিত হোস্টেল নির্মাণ প্রকল্পের স্থান পরিদর্শন এবং নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ সাদেক আলী, হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে