হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. শরিফউদ্দিন এ আদেশ দেন।

সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের মো. বুদু (৪০) ও মো. সাগর হোসেন (৩২)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ নভেম্বর বিকেলে ফুলবাড়ি উপজেলা ওই নারীকে বাবার বাড়ি যাওয়ার পথে মো. বুদু এবং মো. সাগর হোসেন ধর্ষণ করে। এরপর কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান তাঁরা। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনার পর রাতেই স্বামীকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূ ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. বুদু ও মো. সাগর হোসেনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আটক করলে আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) তৈয়বা বেগম বলেন, ‘কম সময়ের মধ্যে মামলার রায় হয়েছে। আমরা মামলার রায়ে সন্তুষ্ট। যেভাবে দ্রুত রায় ঘোষণা করা হয়েছে সেভাবে রায় কার্যকর করার আহ্বান জানাই।’

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান