হোম > সারা দেশ > দিনাজপুর

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

ট্রাকের ধাক্কায় ভেঙেচুরে যাওয়া মোটরসাইকেলটি। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুরের রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩) এবং জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতালেব হোসেন (২৭)। তাঁরা দুজন বন্ধু ছিলেন। মোটরসাইকেলের চালক মোতালেব ঢাকায় বাইক রাইডার হিসেবে কাজ করতেন এবং অন্যজন সাজু অন্য কাজ করতেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলার সাজু ইসলাম ও মোতালেব হোসেন দুই বন্ধু ঢাকায় থাকেন। মোতালেব একজন বাইক রাইডার ও সাজু অন্য কাজ করতেন। তাঁরা দুজন ঈদ করতে বাড়িতে এসেছিলেন। আজ ভোরে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে রওনা দেন তাঁরা। সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প-সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে প্লাস্টিকের ঝুড়িবোঝাই একটি ট্রাক ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলচালক মোতালেব হোসেন ও তাঁর বন্ধু সাজু ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত সাজুর চাচাতো ভাই তরিকুল ইসলাম জানান, তাঁরা দুই বন্ধু ঢাকায় থাকতেন ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান