হোম > সারা দেশ > দিনাজপুর

কাহারোলে পেট্রল পাম্পে আগুন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে একটি পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দশমাইল মোড়ের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে আরিফ ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ঘণ্টাব্যাপী দশমাইল থেকে বীরগঞ্জ, দশমাইল থেকে সৈয়দপুর ও দশমাইল থেকে দিনাজপুর মহাসড়কে প্রায় ১৩-১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দুটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি তেলের লরি পুড়ে গেছে। তাতে ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেট্রল পাম্পের মালিক আসাদুজ্জামান আসাদ বলেন, তাঁর পাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে।

পেট্রল পাম্পের ম্যানেজার শাকিব বলেন, পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পৌঁছাতে দেরি হওয়ার অভিযোগে উপস্থিত লোকজনের হামলায় ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক কাজী নজমুজ জামান বলেন, মহাসড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে পৌঁছায়। এ কারণে বিক্ষুব্ধ জনতার হামলায় ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া জুয়েল নামের এক ট্রাকমালিক তাঁর ট্রাকটি সরাতে গিয়ে আহত হন।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, দিনাজপুরের কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ