হোম > সারা দেশ > দিনাজপুর

নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য ষড়যন্ত্র চলছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য বড় ধরনের জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যতই ষড়যন্ত্র করা হোক, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্য কোনো প্রক্রিয়ায় হবে না। এই বাংলাদেশে আর কখনো ওয়ান-ইলেভেন আসবে না। কখনো আর ‘মার্শাল ল’ জারি হবে না। 

আজ শনিবার বিকেলে দিনাজপুরের বিরলে ঢেরাপাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বেনিয়ারা এখন বাংলাদেশের দিকে নজর দিয়েছে। তারা ষড়যন্ত্র করছে, কীভাবে বাংলাদেশের অগ্রযাত্রা টেনে ধরা যায়, কীভাবে শেখ হাসিনার আকাশচুম্বী নেতৃত্বের যোগ্যতা টেনে ধরা যায়। আর এসব ষড়যন্ত্রের মূল জোগানদার হচ্ছে বিএনপি ও স্বাধীনতাবিরোধী চক্র। 

ঢেরাপাটিয়া বালিকা উচ্চবালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে