হোম > সারা দেশ > দিনাজপুর

বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

দিনাজপুর প্রতিনিধি

বিরল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার করার অভিযোগে দুজনকে আটক করে বিজিবি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় তাঁদের বিরুদ্ধে মামলা করে উভয়কে আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান সরকার আজকের পত্রিকাকে এসব কথা নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিরল উপজেলার বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেব শর্মার ছেলে মানিক (২২) এবং একই উপজেলার রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের সুনিলের মেয়ে গোলাপি (২০)।

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার সংকোবাণী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি।

বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের সংকোবাণী সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি টহল দল দুজনকে আটক করে। আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই করে বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়া যায়। তাঁদের বিরল থানায় হস্তান্তর করে বিজিবি।

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির