হোম > সারা দেশ > দিনাজপুর

নদী পারাপারের সময় নিখোঁজ ২ দিনমজুর, একজনের লাশ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে বেলান নদী সাঁতরে পারাপারের সময় পানিতে ডুবে দুই দিনমজুর নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। 

আজ শনিবার দুপুরে উপজেলার ৫ নম্বর ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড়ে বেলান নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ ব্যক্তি হলেন—ভাবকী ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৫)। মারা যাওয়া ব্যক্তির নাম বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫)। তিনি একই এলাকার তরুণী রায়ের ছেলে। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দিনমজুরি করতে আজ শনিবারও কাজে গিয়েছিলেন বঙ্ক ও জয়ন্ত। কাজের শেষে ফেরার পথে দুজনে রাবারড্যাম পার হচ্ছিলেন। একপর্যায়ে পা পিছলে বেলান নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান। এদিন সন্ধ্যা ৭টার দিকে বঙ্কের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। 

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘ডুবুরি টিমের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের মরদেহ উদ্ধারে জন্য আমরা যৌথভাবে উদ্ধার কাজ করছি।’ 

ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া মরদেহ দাহকার্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, রাতে উদ্ধার কাজে সমস্যা হওয়ায় আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় ডুবুরি দল নিখোঁজ অপরজনকে উদ্ধারে চেষ্টা করবে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে