হোম > সারা দেশ > দিনাজপুর

জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া, হার্টঅ্যাটাকে মৃত্যু: আটক ৩

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে হার্টঅ্যাটাকে মো. মোতালেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ওই স্থান থেকে স্থানীয়রা তিন জুয়াড়িকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মির্জাপুর এলাকার শাখা যমুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোদ্র গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। আটককৃত তিন জুয়াড়ি হলেন, পীরগঞ্জ উপজেলার টুকরি দক্ষিণ পাড়া গ্রামের মৃত. রমিজ উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪০), একই উপজেলার বলদি বাতান গ্রামের মহেন্দ্র চন্দ্রের ছেলে রমনি কান্ত (৩৬), খালাশপীর এলাকার মতিয়ার রহমানের ছেলে মুশফিকুর রহমান (৩৫)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় জামাদারপাড়া গ্রামের সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শাখা যমুনা নদীর পাড়ে নির্জন স্থানে জুয়া খেলছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁদের ধাওয়া করেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে নৌকাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় মোতালেব অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে পড়েন। তাঁকে রেখে বাকি কয়েকজন নদীর অপর পাড়ে চলে যান। পরে স্থানীয়রা এসে মোতালেবকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন। এ সময় তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং তিন জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত মুঠোফোনে বলেন, শাখা যমুনা নদীর পাড়ে জুয়াখেলা শেষে ফেরার সময় হৃৎক্রিয়া বন্ধ হয়ে মোতালেব হোসেন নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ধাওয়া করে তিন জুয়াড়িকে আটক করে পুলিশে দিয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত