হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় তাঁর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম। আজ বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

রোকনুজ্জামান বিপ্লব বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে জানতে পারেন, বীরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন গাছ চুরি হয়েছে। ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বিদ্যুৎ অফিসের ১০০ গজ পশ্চিমে গোপালগঞ্জ থেকে কবিরাজহাটগামী পাকা সড়কের একটি রেইনট্রি ও একটি কড়ইগাছ কেটে নিয়েছে চোরেরা।

স্থানীয়দের কাছে থেকে মামলার বাদী আজিজুল ইসলাম জানতে পারেন, জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা দু-তিনজন গাছগুলো কেটে নিয়ে গেছে। পরে তিনি জানতে পারেন, জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড়গাছ চুরি করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৫০০ টাকা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দেশক্রমে মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘গতকাল জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে