হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোমিনুল ইসলাম (১৭)। আজ রোববার দুপুরে মোহনপুর রাবার ড্যামে এই দুর্ঘটনার ঘটে।

মোমিনুল ইসলাম দিনাজপুর পৌরসভার ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইন পাড় এলাকার ধলা মিয়ার ছেলে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও দিনাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোমিনুলসহ কয়েকজন মিলে দুপুরে মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে আত্রাই নদীর মাঝখানে সেতুর পুরাতন একটি খুঁটিতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করে মোমিনুল। এ সময় পা পিছলে সে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বিকেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় তার লাশের সন্ধান মেলে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস পরিদর্শক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘মোমিনুলের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সময় মোমিনুলের সঙ্গে একটি ছেলে ও তার চাচা ছিল। তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে