হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশ ইন বিএসএফের

দিনাজপুর প্রতিনিধি

আটক ১৩ জন। ছবি: সংগৃহীত।

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে আরও ১৩ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বাংলাদেশের ভেতরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও ৯টি শিশু রয়েছে।

৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন জানায়, আজ মঙ্গলবার (১০ জুন) আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে উপজেলার এনায়েতপুর বিওপির সীমানা পিলার ৩২২/৬-এস বরাবর ভারতের ভেতর থেকে ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেন বিএসএফ সদস্যরা। এরপর বিজিবির এনায়েতপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত পিলার ৩৩৮/৫-এস দিয়ে সাত বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। এ সময় বিজিবির চান্দুরিয়া বিওপির সদস্যরা তাদের আটক করেন। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও ৩টি শিশু রয়েছে।

আজ দুপুরে ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের হরিয়ানা ও দিল্লিতে গিয়েছিল। আনুমানিক আট-দশ দিন আগে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে গত ৯ জুন বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। পরে সময় বুঝে তাদের পুশ ইন করে।

এ সময় আরও জানানো হয়, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক হওয়ায় দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ১৩ জনকে বিরল থানায় এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া সাতজনকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিজিবির পক্ষ হতে আজ কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথকভাবে দুটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে দিনাজপুরের বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে আটক হওয়া ১৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ মে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি সন্দেহে ১৩ জন নারী-পুরুষকে পুশ ইন করে বিএসএফ। বাংলাদেশের ভেতরে বিজিবির সদস্যরা তাদের আটক করে বিরল থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২