হোম > সারা দেশ > দিনাজপুর

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ডোবায় পড়ে শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে সিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা ঐ গ্রামের সুজন মিয়ার মেয়ে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান রাব্বু জানান, শিশু সিনহাসহ তিন শিশু বাড়ির পাশের বাগান থেকে আম কুড়িয়ে ধুতে পাশে থাকা ডোবায় যায়। আম ধুয়ে ডোবা থেকে উঠতে গিয়ে সিনহা পা পিছলে পড়ে যায়। পরে বাকি দুই শিশুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ডোবা থেকে সিনহাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দলারদরগা কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘ডোবায় পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। কুড়িয়ে পাওয়া আম ধুতে গিয়ে বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। লাশ দাফনের জন্য পরিবারের নিকট দেওয়া হয়েছে।’

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ