দিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে সিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা ঐ গ্রামের সুজন মিয়ার মেয়ে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান রাব্বু জানান, শিশু সিনহাসহ তিন শিশু বাড়ির পাশের বাগান থেকে আম কুড়িয়ে ধুতে পাশে থাকা ডোবায় যায়। আম ধুয়ে ডোবা থেকে উঠতে গিয়ে সিনহা পা পিছলে পড়ে যায়। পরে বাকি দুই শিশুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ডোবা থেকে সিনহাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দলারদরগা কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘ডোবায় পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। কুড়িয়ে পাওয়া আম ধুতে গিয়ে বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। লাশ দাফনের জন্য পরিবারের নিকট দেওয়া হয়েছে।’