হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ৪ কোচিং সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চারটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় আজ সোমবার এই জরিমানা করে প্রশাসন।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, অভিযান চলাকালে জয় প্রাইভেট প্রোগ্রামকে ১ লাখ ৬০ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ারকে ৫০ হাজার টাকা এবং রাফসান ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এসএসসি পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস আজকের পত্রিকাকে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারটি কোচিং সেন্টার চালু রাখা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে চার কোচিং সেন্টারের ৭ জন পরিচালককে জরিমানা করা হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম ও কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলামসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে