দিনাজপুর: দিনাজপুরে করোনাকালে চা দোকান খোলা রাখাসহ কয়েকটি দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দিনাজপুর চা দোকানদার সমিতি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের সুইহারী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের কালিতলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় তারা করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চায়ের দোকান খোলা রাখা, লকডাউনে খাদ্য সহায়তা প্রদান ও এনজিও লোনের কিস্তি বন্ধ ও সুদ মওকূফের দাবী জানান।
এ দিকে সারাদেশে ব্যাটারী চালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় শহরের সুইহারী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের কালিতলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ দিনাজপুরের ব্যানারে। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাটারি রিকশা, ইজিবাইক বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে হবে। সারা দেশে ব্যাটারি রিকশা, ভ্যান, ইজিবাইক চলাচল বন্ধের সড়ক পরিবহন টাস্কফোর্সের নেয়া অযৌক্তিক গণবিরোধী ও তুঘলকি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স দিতে হবে। বিকল্প ব্যবস্থ্যা ছাড়া রিকশা, ভ্যান ও ইজিবাইক উচ্ছেদ করা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলার আহ্বায়ক মনিরুজামান মনির, দিনাজপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক বদিউজ্জামান বাদল, ছাত্র নেতা অজয় রায়, দিনাজপুর চা দোকানদার সমিতির সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সদস্যবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।