হোম > সারা দেশ > দিনাজপুর

আমরা এখনো ভোটাধিকার পাইনি: শামসুজ্জামান দুদু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিএনপির যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ভোটাধিকার এখনো আমরা পাইনি। ইউনূস সাহেব কথা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বা তার পরে দুই-এক মাসের মধ্যে তিনি একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন দেবেন। আমরা সে কথাটা বিশ্বাস করতে এবং এই সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ দেখতে চাই।’

দিনাজপুরে গতকাল শনিবার বিএনপির এক যৌথ সভার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদু এসব কথা বলেন। একটি রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দুদু বলেন, ‘একটা জালিম, দানবীয় সরকারকে আমরা বিদায় করেছি। তারা খুনি, লুটেরা এবং বাংলাদেশের সংবিধানকে, বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। সেই শেখ হাসিনাকে আমরা সাত-আট মাস আগে বিদায় করেছি। এর আগে ১৫-১৬ বছর ধরে বিএনপিসহ অন্যান্য রাজনীতিক দল আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতা-কর্মী শহীদ হয়েছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন। অনেকে দিনের পর দিন জেল খেটেছেন। গণতন্ত্রের প্রত্যাশায় তাঁরা জেল খেটেছেন।’

লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যত দিন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারব, তত দিন আমাদের রাজপথে থাকার জন্য চেষ্টা করতে হবে। রাজপথে মীমাংসা করতে হবে।’

দুদু বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব রোডম্যাপ পূরণের মধ্য দিয়ে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারব, তত দিন পর্যন্ত সংকট কাটবে না। আমরা বলেছি, এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।’

বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চায় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সে জন্য আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি আগামী দিনে যদি রাষ্ট্রক্ষমতায় যায়, এক থেকে দেড় বছরের মধ্যে কোটি মানুষের কাজের সংস্থান করতে চায়। এটা আমাদের মূল লক্ষ্য।’

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন দলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও মো. আমিনুল ইসলাম।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, এ জেড এম রেজওয়ানুল হকসহ দিনাজপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২