দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সবুর আলী নামে এক পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার রাঙামাটি (বিজিবি ক্যাম্প) ডাঙ্গাপাড়া এলাকার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক এই দুর্ঘটনা ঘটে।
আহত এসআই মো. সবুর আলীর বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায়। আহত অপর ব্যক্তিরা হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ভবেশের ছেলে দ্বিপক, একই এলাকার বিষুর ছেলে বিকাশ ও দ্বিজেনের ছেলে দ্বিলিপ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টায় ওই পুলিশ কর্মকর্তা মাইক্রোবাস নিজে চালিয়ে রংপুর থেকে দিনাজপুর আদালতে সাক্ষী দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ডাঙ্গাপাড়া এলাকায় ট্রাক্টর ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই পুলিশ সদস্যসহ ট্রলিতে থাকা তিনজন আহত হন। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্য রংপুর থেকে দিনাজপুর আদালতে সাক্ষী দেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে আদালতে সাক্ষী দিতে গেছেন। মাইক্রোবাস ও ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে।