হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধি

বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় নারায়ণ চন্দ্র রায় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের প্রমথ রায়ের মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারায়ণ চন্দ্র রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের রাজেন্দ্র রায়ের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, নারায়ণ চন্দ্র রায় মোটরসাইকেল নিয়ে বীরগঞ্জ পৌর শহরের বাড়ি হতে গ্রামের বাড়ি নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র যাচ্ছিলেন। পথে ফিসারী মোড় সংলগ্ন পৌর শহরের প্রমথ রায়ের মিলের সামনে পঞ্চগড় হতে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

পুলিশের সার্জেন্ট বকুল রানী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ট্রাক টিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ট্রাক এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান