হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় দুই দফা কালবৈশাখীতে লন্ডভন্ড শতাধিক ঘর

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই দফা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি। ভেঙেছে গাছপালা। অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বন্ধ রয়েছে সংযোগ। 

আজ মঙ্গলবার দুপুরে কালবৈশাখী আঘাত হানে। এর আগে গতকাল সোমবার ভোর ৪টার দিকে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় ঝড়ে হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিও হয়। 

আজ দুপুরে উপজেলার আরাজী যুগীরঘোপা গ্রামে গিয়ে দেখা গেছে, আকতারুল নামে এক ব্যক্তির ইটের দেয়ালে গাছ উপড়ে পড়ে আছে। এতে পানির ট্যাংক ও সেফটি ট্যাংক ভেঙে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া উপজেলার হাসিমপুর, ছাতিয়ানগড় এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। 

ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল ও যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা তৈরিতে ইউনিয়ন পরিষদ কাজ করছে। উপজেলা প্রশাসনকে তালিকা দেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার বলেন, সোমবার ভোরে ঝড়ের তাণ্ডবে উপজেলার বেশির ভাগ ইউনিয়নে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। গাছপালা উপড়ে পড়েছে। ইউপি চেয়ারম্যানদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে