হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় দুই দফা কালবৈশাখীতে লন্ডভন্ড শতাধিক ঘর

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই দফা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি। ভেঙেছে গাছপালা। অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বন্ধ রয়েছে সংযোগ। 

আজ মঙ্গলবার দুপুরে কালবৈশাখী আঘাত হানে। এর আগে গতকাল সোমবার ভোর ৪টার দিকে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় ঝড়ে হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিও হয়। 

আজ দুপুরে উপজেলার আরাজী যুগীরঘোপা গ্রামে গিয়ে দেখা গেছে, আকতারুল নামে এক ব্যক্তির ইটের দেয়ালে গাছ উপড়ে পড়ে আছে। এতে পানির ট্যাংক ও সেফটি ট্যাংক ভেঙে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া উপজেলার হাসিমপুর, ছাতিয়ানগড় এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। 

ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল ও যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা তৈরিতে ইউনিয়ন পরিষদ কাজ করছে। উপজেলা প্রশাসনকে তালিকা দেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার বলেন, সোমবার ভোরে ঝড়ের তাণ্ডবে উপজেলার বেশির ভাগ ইউনিয়নে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। গাছপালা উপড়ে পড়েছে। ইউপি চেয়ারম্যানদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক