হোম > সারা দেশ > দিনাজপুর

বাবার দান করা জমিতে প্রতিষ্ঠিত গির্জা গুঁড়িয়ে দিলেন দুই ছেলে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো চার্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো গির্জা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার এক ব্যক্তির দান করা জমিতে প্রতিষ্ঠিত চার্চ গুঁড়িয়ে দিয়েছেন তাঁরই দুই ছেলে। তাঁদের অভিযোগ, গির্জা তাঁর বাবার দেওয়া শর্তভঙ্গ করেছে।

গুঁড়িয়ে দেওয়া ইউনাইটেড বেথেনিক চার্চের সুপারভাইজার ইলিয়াস সরেন বলেন, খানপুর ইউনিয়নের দীঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি খ্রিষ্টানদের উপাসনালয় তৈরির জন্য ৩০ শতক জমি দান করেন। সেই জমির ওপর ২০০৮ সালে দুই তলাবিশিষ্ট ইউনাইটেড বেথেনিক চার্চের ভবন নির্মাণ করা হয়।

পরে মুচিয়া মার্ডির মৃত্যুর পর তাঁর ছেলেরা সেই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার মুচিয়া মার্ডির দুই ছেলে বিষান মার্ডি ও মিল্টন মার্ডি ভেকু নিয়ে এসে চার্চ গুঁড়িয়ে দিয়েছেন।

জানতে চাইলে বিল্ডিং ভাঙার কথা স্বীকার করে বিষান মার্ডি বলেন, জমিদানের সময় চাকরি দেওয়াসহ বিভিন্ন শর্ত ছিল। চার্চ কর্তৃপক্ষ শর্ত পূরণ না করায় তাঁরা চার্চের বিল্ডিং ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, গুঁড়িয়ে দেওয়া চার্চের সুপারভাইজার গতকাল দুপুরে থানায় এসে এজাহার দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা