হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে মিনারুল ইসলাম (১৫) ও সাকিব হোসেন (১৮) নামে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর হাইওয়ের ভুষিরবন্দর বাজার এলাকায় আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিনারুল ইসলাম সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের দাইবুল্লা শাহ্ পাড়ার আনিসুর রহমানের ছেলে ও সাকিব হোসেন মোকসেদুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, চিরিরবন্দরের তেঁতুলিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে দুই ভাই মোটরসাইকেলে চেপে নিজ বাড়ি বীরগাঁওয়ে ফিরছিলেন। আত্রাই নদীর ব্রিজের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান। 

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক