হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে নেসকোর প্রি-পেইড মিটার বাতিল দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

নেসকোর প্রি-পেইড মিটার বাতিল দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই’র (নেসকো) প্রি-পেইড মিটারের সংযোগ বাতিল এবং পুনরায় পোস্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

আজ রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের সুইহারির দিনাজপুর নেসকোর (পিএলসি) কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে ১২ দফা দাবিসংবলিত একটি আবেদন দিনাজপুর নেসকোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোছাদ্দেক কবিরের কাছে হস্তান্তর করেন তাঁরা। আবেদন গ্রহণ করে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোসাদ্দেক কবির।

মানববন্ধনে বক্তারা বলেন, এরই মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেওয়ার জন্য জেলা প্রশাসক, দিনাজপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধন থেকে আগামী ১০ দিনের মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক সোলায়মান মোল্লা, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, রোকেয়া বেগম লাইজু, জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, বিদ্যুৎ গ্রাহক মোহাম্মদ আলম, মঞ্জুর আলম জুয়েল, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মো. আনিসুজ্জামান মিলন, বিদ্যুৎ গ্রাহক আব্দুস সালাম, আবু সাঈদ মজুমদার প্রমুখ।

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত