হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে হঠাৎ কালবৈশাখীর হানায় নিহত ১, আহত ৫০

দিনাজপুর ও নবাবগঞ্জ প্রতিনিধি

মাত্র ৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গতকাল মঙ্গলবার রাতে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ওপর দিয়ে ঝড়টি বয়ে যায়। ঝড়ে ঘরের দেয়াল চাপায় উম্মে কুলসুম (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এ ছাড়া ঝড়ে আহত হয়েছেন নারী-শিশুসহ কমপক্ষে অর্ধশত মানুষ। ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা-পাকা ঘর। উড়ে গেছে ঘরের চালা। উপড়ে পড়েছে শত-শত গাছ। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুলসুম ওই ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের শওকত আলীর মেয়ে। সে স্থানীয় গুড়গুড়ি বাহারুল উলুম দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

রাত ৯টার দিকে পার্বতীপুর উপজেলায় আঘাত হানে ঝড়টি। ঝড়ের সঙ্গে মাঝারি আকারের শিলাও পড়েছে। ঝড়টি রামপুর, হামিদপুর ইউনিয়নের ওপর দিয়ে গিয়ে হরিরামপুর ইউনিয়নে ব্যাপক আঘাত হানে। এতে এই ইউনিয়নের মুন্সীপাড়া, শুকুরডাঙ্গা, পলিপাড়া, শোহরকাঠি, মণ্ডলপাড়া, শাহাপাড়া, মাঝাপাড়া লালকুঠি গ্রামের পাঁচ শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়। এদিকে ঝড়ের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম সোহাগ জানান, ঝড়ে পাঁচ শতাধিক বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ৫০ জনের মতো আহত হয়েছেন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও মো. ইসমাইল জানান, সকালে দিনাজপুর ৫ আসনের সাংসদ মো. মোস্তাফিজুর রহমান ফিজার এলাকা পরিদর্শন করেন। ঝড়ে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। বেশ কিছু গবাদিপশুও মারা গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সকাল থেকে মেডিকেল টিমসহ প্রতিটি বিভাগ কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

এ ছাড়া ঝড়ে নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের কুষ্টিয়া পাড়া, ষট্টি পাড়া, নয়াপাড়া, ছাবেদ গঞ্জ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ঝড়ে ২৫ জনকে আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

এ বিষয়ে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোছা নাসরিন নাহার মিতু জানান, আহত ২৫ জন এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত