হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে ঈদের সেমাই কিনতে যাওয়ার পথে বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ঈদের দিন সকালে বাজারে সেমাই কিনতে যাওয়ার পথে অটোরিকশায় পিকআপের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ-বিরামপুর সড়কের দিওড় বটতলী এলাকার মেসার্স মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০) ও পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে অটোচালক এনামুল হক (৪২)। 

বিরামপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, আজ সকালে বাড়ি থেকে সেমাই কেনার জন্য অটোরিকশায় বিরামপুরে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা আজাদ। পথে দিওড় বটতলী এলাকায় একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে বীর মুক্তিযোদ্ধা আজাদ ও অটোচালক এনামুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরা পারভীন বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। তাঁদের দুজনের মাথায় আঘাত লেগেছে। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, সড়কে পিকআপে ধাক্কায় নিহত মুক্তিযোদ্ধাসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে। বিকেল সাড়ে ৫টায় নিজ গ্রামে তাঁকে দাফন করা হবে।

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত