হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ছাত্রছাত্রীকে আটকে রেখে ১ লাখ টাকা দাবি, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জে দুই ছাত্রছাত্রীকে আটকে রেখে ১ লাখ টাকা দাবি করায় ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়। 

জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার কল্যাণী গ্রামের দারিয়াপুর আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির দুই ছাত্রছাত্রী মোটরসাইকেল নিয়ে ভোগডোমা শালবন জাতীয় উদ্যানে ঘুরতে যায়। এ সময় রাজিবপুর গ্রামের সেকেন্দারের ছেলে রাকিব হাসান, পশ্চিম ভোগডোমা গ্রামের হেলালের ছেলে রাকিউল, নিজপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে রাসেলসহ মোট ৫ জন তাঁদের আটকে রেখে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। একই সাথে তাঁদের পাল্টাপুর ইউনিয়নের ইউপি সদস্য কানচু মেম্বারের বাড়িতে নিয়ে আটক রাখে। পরে ওই দুই ছাত্রছাত্রীকে ছাড়ার জন্য ১ লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় পুলিশ কানচু মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রছাত্রী, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করে। পরে ওই ছাত্রের দুলাভাই বাদী হয়ে আজ বীরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলা নম্বর- ০৩।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন ঘটনা ও মামলার কথা নিশ্চিত করে বলেন, মামলার ভিত্তিতে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ