হোম > সারা দেশ > দিনাজপুর

ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর নিহত, মেয়েজামাই আহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের ওপরে ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর সোলায়মান (৬৫) নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের মেয়েজামাই আনিসুর রহমান আনিস (৪৫) গুরুতর আহত হন।

নিহত সোলায়মান দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামের মানিক হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ভ্যানের চালক ছিলেন। আহত আনিস দিনাজপুর সদরের উচার মোড় এলাকার লালচান মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক আসাদ জানান, নিহত সোলায়মান নিজে ভ্যান চালিয়ে মেয়েজামাই আনিসকে নিয়ে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। পথে কাঞ্চন ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সোলায়মান। পরে গুরুতর আহতাবস্থায় আনিসকে উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে। এ সময় ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে যায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে