দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের ওপরে ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর সোলায়মান (৬৫) নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের মেয়েজামাই আনিসুর রহমান আনিস (৪৫) গুরুতর আহত হন।
নিহত সোলায়মান দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামের মানিক হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ভ্যানের চালক ছিলেন। আহত আনিস দিনাজপুর সদরের উচার মোড় এলাকার লালচান মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক আসাদ জানান, নিহত সোলায়মান নিজে ভ্যান চালিয়ে মেয়েজামাই আনিসকে নিয়ে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। পথে কাঞ্চন ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সোলায়মান। পরে গুরুতর আহতাবস্থায় আনিসকে উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে। এ সময় ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন।