হোম > সারা দেশ > দিনাজপুর

‘চুরি করতে গিয়ে’ বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের প্রফেসর পাড়া এলাকার আজিজার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল পৌর শহরের কৃষ্ট চাঁদপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। বিরামপুর থানার উপপরিদর্শক নিহার রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই বাড়ির বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে পৌর শহরের আজিজারের বাড়িতে চুরি করতে যান জুয়েল। পাশে নির্মাণাধীন দোতলা বাড়ির ছাদ থেকে চুরি করতে আসা বাড়ির ব্যালকনির রেলিং ধরার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। বেশ কিছুক্ষণ সেখানে ওই অবস্থায় থাকার পর বিকট শব্দে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পায়।

নিহার রঞ্জন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পাই। ধারণা করা হচ্ছে, তিনি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে চুরি করতে আসা বাড়ির বেলকনিতে আসার সময় বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে রক্তশূন্য হয়ে মারা যান।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, নিহত জুয়েলের নামে বিরামপুর থানায় চুরি, মাদক, মারামারিসহ ছয়টি মামলা রয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক