দিনাজপুরের ফুলবাড়ীতে আদনান শিহাব (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কাঁটাবাড়ী গ্রামে। গতকাল শুক্রবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আদনান শিহাবকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর মা লাভলী বেগম। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন
আদনানকে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।