দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে আল-আমীন (১৯) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত আল-আমীন দিঘন হাজিপাড়ার মমিনুল ইসলামের ছেলে।
নিহতের বাবা বলেন, আল-আমীনের মৃগীরোগ ছিল।
দিনাজপুর রেলওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সাত্তার বলেন, আজ সকালে দিনাজপুরের চুনিয়াপাড়া রেলগেটের সন্নিকটে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মানসিক প্রতিবন্ধী ছিলেন তিনি।
দিনাজপুর রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।