হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অগ্নিনির্বাপণ সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল মিলের আবাসিক কলোনিতে অগ্নিনির্বাপণ সিলিন্ডার বিস্ফোরণে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর ১টার দিকে টঙ্গী আনেয়ার সিল্ক মিলস লিমিটেড নামক টেক্সটাইলের আবাসিক (কলোনি) এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত কর্মকর্তার নাম আব্দুল সাত্তার (৪৫)। তিনি নেত্রকোনা সদর থানার নন্দীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। সাত্তার কারখানাটির অগ্নিনির্বাপক বিষয়ক বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তার সহকারী তৌহিদুল ইসলাম (২০) আহত হয়েছেন।

কারখানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেক্সটাইল মিলসের (আবাসিক এলাকায়) কলোনির ভেতরে ফায়ার এক্সট্রিম গুইশার (অগ্নিনির্বাপক) যন্ত্রে (সিলিন্ডার) অসাবধানতা বসত তরল কার্বন ডাই-অক্সাইড পুনরায় ভর্তি করার সময় সিলিন্ডার ফেটে গিয়ে ওই দুজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ আব্দুস সাত্তারের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণে অপর একজন তৌহিদুল ইসলামকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানা শ্রমিক আল আমিন বলেন, ‘দুপুরে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সাত্তারের মৃত্যু হয়।’

কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। অপর একজন আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলেন, ‘আমাদের এ বিষয়ে কেউ জানায়নি।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে কারখানার আবাসিক এলাকায় এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ